জন্মকাল———
আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম । শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁর পরে কোন নবী বা রাসূল এ পৃথিবীতে ধর্ম প্রচার করতে আগমন করবেন না । কিন্তু নবী রাসূলদের অবর্তমানে একটি কালো যুগ-সন্ধিক্ষণে মানুষ যখন ধর্মীয় অনুশাসন ভুলে গিয়ে পাপাচার ও ব্যাভিচারে লিপ্ত হয় তখনই আল্লাহর পথ দেখানোর জন্য অর্থাৎ হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর ওলীগণ পৃথিবীতে আগমন করে থাকেন । ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ওলী , দরবেশ ও উলামায়ে কেরামের অবদান আমাদের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে । এমনি একজন স্বরণীয় ও বরণীয় ব্যক্তি হচ্ছেন হযরত মাওলানা কারামাত আলী জৈনপুরী (রহঃ) যার শিক্ষা , সাধনা , চারিত্রিক বৈশিষ্ট্য এবং অবদান আমাদের জাতীয় ইতিহাসের গতিধারাকে বিপুলভাবে প্রভাবিত করে ।
ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর বক্তধারায় স্নাত মাওলানা শাহ কারামাত আলী জৈনপুরী ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত জৈনপুর শহরের মোল্লাটোলা মহল্লায় ১২১৫ হিজরীর ১৮ই মহরম জন্মগ্রহণ করেন । ইংরেজী জন্ম সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায়নি । তবে বিভিন্ন বই পুস্তকে তাঁর ইংরেজী জন্ম তারিখ ১১ই জুন , ১৮০০ খৃস্টাব্দ উল্লেখ আছে । তাঁর পূর্বপুরুষগন সৌদি আরব থেকে বাগদাদে চলে আসেন । তাঁর বাবার নাম ছিল মৌলভী আবু ইব্রাহীম শেখ মুহাম্মাদ ইমাম বখশ এবং মায়ের নাম ছিল মোসাম্মৎ বসতি বিনতে শায়খ লুৎফে আলী । তাঁর উভয়ে ১২০০ হিজরীর প্রথম দিকে সুদূরে বাগদাদ থেকে জৈনপুরী শহরে মোল্লাটোলায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন । জৈনপুর শহরের মোল্লাটোলা মহল্লাটি প্রাচীনকাল থেকেই আলেম ওলামাদের বাসস্থান হিসেবে সুপরিচিত । উল্লেখ্য মাওলানা কারামাত আলী জৈনপুরী (রহঃ) এর দাদা শায়খ জারুল্লাহ ও দাদী মোসাম্মৎ জামিলা বিবির একমাত্র ছেলে শেখ ঈমাম বখশ একজন কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন । জীবনধারণের জন্য তিনি জৈনপুর কালেক্টরেট এ শারেস্তাদারের চাকুরী নেন । মাওলানা কারামাত আলী জৈনপুরী (রহঃ) এর ছোট ভাই শাহ রজব আলী (রহঃ) একজন বড় ফকির ছিলেন । তাঁরা উভয়ই হযরত সাইয়্যেদ আহমাদ বেরেলভী (রহঃ) এর খলিফা ছিলেন । হযরত শাহ কারামাত আলী জৈনপুরী (রহঃ) বংশানুক্রমে সাঁইত্রিশ পুরুষ গিয়ে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এর সাথে মিলিত হয়েছেন ।
নছবনামা (বংশ পরিচিতি), হযরত আবু বকর (রাঃ) থেকে হযরত মাওলানা কারামাত আলী জৈনপুরী (রহঃ) পর্যন্ত—–
আমিরুল মু’মিনীর হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) তাঁরই ছেলে হযরত মুহাম্মাদ (রাঃ) তাঁরই ছেলে হযরত খাজা আহাম্মদ (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা ইব্রাহীম (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা আবু মুহাম্মাদ (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা আওহাদ (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা ওমর (রহঃ) তাঁরই ছেলে হযরত খাজা আবু আলী (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা আবু সাহাম (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা নাসিরুদ্দিন (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা সায়ফ উদ্দিন (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা মাসআব (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা মুজাফফর (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা ছুফি (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা আব্দুল্লাহ (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা বায়েজীদ (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা শামছুদ্দীন (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা শায়ফোল্লাহ (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা নাজীব (রহঃ), তাঁরই ছেলে হযরত খাজা শায়খ নাসিরুদ্দিন (রহঃ), তাঁরই ছেলে হযরত কাজী নেজামুদ্দিন (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ আশরাফ (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ বোরহানুদ্দি (রহঃ), তাঁরই ছেলে হাফেজ হযরত শায়খ (রহঃ), তাঁরই ছেলে ছায়াদাল্লাহ হাফেজ (রহঃ), তাঁরই ছেলে হযরত মাখদুম শাহলাজ হাফেজ (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ মুহাম্মাদ হাফেজ (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ হামীদ (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ আবুল ফাতহ (রহঃ), তাঁরই ছেলে হযরত হযরত আব্দুল্লাহ (রহঃ) তাঁরই ছেলে হযরত শায়খ আবু মুহাম্মাদ (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ মুহাম্মাদ আলী (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ মুহাম্মাদ ফাজেল (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ নাজিবুদ্দিন (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ গুল মুহাম্মাদ (রহঃ), তাঁরই ছেলে হযরত শায়খ আবু ইব্রাহীম মুহাম্মাদ ইমাম বখশ (রহঃ), তাঁরই ছেলে হযরত মাওলানা শাহ্ ছুফি কারামাত আলী জৈনপুরী (রহঃ) । (সুত্রঃ আজিফায়ে হাছানীয়া, পাতা ৩০-৩৬)
পরবর্তী পর্ব আসার অপেক্ষায় থাকুন…!!
Comments